পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের বি রহমান সড়ক মেরামত ও আগাছা কেটে পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এলজিইডির উপজেলা প্রকৌশলী এসএম শাহ আলম ভূঁইয়া সড়কটি পরিদর্শন করেন।

তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন খানাখন্দ মেরামত, আগাছা ও গাছপালা কেটে সড়কটি চলাচল উপযোগী করা হবে। সড়কটির ইন্ডেক্স নম্বর রয়েছে। এটি জমিয়াগাঁও, বক্সমাহমুদ ও চাঁনগাজী সড়ক নামে পরিচিত। দ্রুত সময়ের মধ্যে একটি প্রকল্পের মাধ্যমে সড়কটি পূর্ণাঙ্গভাবে মেরামত ও সংস্কার করা হবে।

জানা গেছে, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডল হাই থেকে জমিয়ার গাঁও পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বি রহমান সড়কটি দিয়ে উত্তর গুথুমা, দক্ষিণ গুথুমা, পূর্ব বাঘমারা, পশ্চিম বাঘমারা, উত্তর টেটেশ্বর ও চারিগ্রামের প্রায় দশ হাজার মানুষ চলাচল করতেন। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও উঠে গেছে পিচ ও মাটি। বর্ষাকালে এসব গর্ত ও সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় পথচারীরা চলাচল করতে পারেন না। সড়কের দুইপাশের গাছপালা, আগাছা বেড়ে সড়কটি আচ্ছাদিত হয়ে পড়েছে। বন বিভাগের উদাসীনতায় সড়কের দুইপাশে জন্ম নেওয়া গাছ ও ঝোপঝাড় পুরো রাস্তাটি দখল করে ফেলায় মানুষের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে।

এর আগে গত ১৯ অক্টোবর 'আইডি নম্বর না থাকায় হয়নি সংস্কার, পরশুরামে বি রহমান সড়কে সাত গ্রামের মানুষের দুর্ভোগ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক ফেনী। তারপরই এ উদ্যোগ নেওয়া হয়।