পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তারেক হোসেনের বিরুদ্ধে চোরাচালান পণ্য জব্দের ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ ‎বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকেলে পরশুরাম অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আবদুল হালিম মানিক। বক্তব্যে তিনি বলেন,  বিগত ১৭ বছর বিভিন্ন সময় ফ্যাস্টিষ্টদের হামলা ও মিথ্যা মামলার কারণে বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর অংশ হিসেবে পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।  ফুলগাজী থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে চোরাচালান মামলায় তাকে আসামি করেছেন। তারেক হোসেনকে একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ৬ বছর ধরে বক্সমাহমুদ বাজারে সুনামের সাথে ব্যবসা করছেন তারেক। বর্তমানে সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ও উত্তর সাতকুচিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎জানা গেছে, গত ২৬ অক্টোবর ভোরে ফুলগাজীর গজারিয়ায় চোরাচালান পন্যবাহী গাড়ির চাপায় এক সিএনজি চালক নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ফেনীর ফুলগাজী উপজেলার গজারিয়া বাজার এলাকায় একটি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি-কাপড় জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন ভোরে একই এলাকায় একটি ভারতীয় কাপড়বোঝাই পিকআপ এবং যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রকি মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

‎আবদুল হালিম বলেন, গত ২৬ অক্টোবর ফুলগাজী থানায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা মামলা দায়ের করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয় পরশুরাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কারা নির্যাতিত মো. তারেক হোসেনকে। যা আমাদেরকে বিস্মিত করেছে। ষড়যন্ত্রকারী মহল তার সাংগঠনিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে পুলিশকে প্রভাবিত করে মিথ্যা মামলায় জড়িত করেছে।

‎তারেক হোসেনকে আসামি করার বিষয়ে অসংঙ্গতি প্রকাশ করে তিনি বলেন, মামলায় জব্দ করার সময় ১২.৩০ মিনিট। ঘটনার প্রায় ৬ ঘন্টা পর মামলা দায়ের করা হয়। অথচ এজাহারের ভাষ্যমতে,পুলিশ সকাল ৫.১৫ মিনিটে গোপন সংবাদ পায়। সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটে ও দুর্ঘটনা ঘটার পর পরই পুলিশ সেখানে পিকআপ থেকে পড়ে যাওয়ায় বস্তাগুলো দেখে মর্মে এজাহারে উল্লেখ করে। সেই ক্ষেত্রে জব্দ তালিকা প্রস্তুতের জন্য ৬ ঘন্টা বিলম্ব কেন? ঘটনাস্থল ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন আর তারেকের বাড়ি পরশুরাম উপজেলায়। জব্দ তালিকায় ১নম্বর স্বাক্ষী হিসেবে যাকে দেখানো হয়েছে তার বাড়ি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে। ২ নম্বর স্বাক্ষী মোশারফ হোসেনের বাড়ি একই ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে। ঘটনাস্থল আমজাদ হাট ইউনিয়নের গজারিয়ার কোন স্বাক্ষী বা প্রত্যক্ষদর্শী নাই।

‎দলীয় কোন কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের স্বার্থে ও জনকল্যাণে আমরা সবাই এক। দলের কেউ এ মিথ্যা মামলার সাথে জড়িত নয়। এ সময় বিএনপি নেতৃবৃন্দ তারেক হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনাটি যথাযথ তদন্ত করার দাবি জানান।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, বিজিবির কাছ থেকে আমরা আসামিদের নাম-ঠিকানা পেয়েছি। তারা আমাদেরকে নামগুলো দিয়েছেন। পাবলিক কত কথাই বলবে, কিন্তু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক, মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।