পরশুরামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেয়েছে ৭০০ রোগী। আজ ‎বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলার আশ্রাফপুরে আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়ালফেয়ার ফাউন্ডেশনে জাহানারা ও লতিফর রহমান চ্যারিটেবল ট্রাস্ট ও মোবাইল আই হসপিটালের উদ্যোগে বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়।

‎দিনব্যাপি ৬০৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া ১০০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে নির্বাচিত রোগীদের ছানি অপারেশন করা হবে। চক্ষু চিকিৎসা ক্যাম্পেইনে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সদস্যরা।উপজেলার বিভিন্ন এলাকা থেকে রোগীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা গ্রহণ করেন।

‎এ সময় চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন পরিদর্শন করেন আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুম রকিবুর রহমানের পুত্র আশিকুর রহমান।

‎ফাউন্ডেশনের ম্যানেজার মাওলানা নুরুল হক হেলাল বলেন, গ্রামীণ মানুষের সেবার কথা চিন্তা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালেও প্রায় ১০০০ জনকে চিকিৎসা সেবা ও ১২০ জনের চোখের ছানি অপারেশন করা হয়। আগামীতেও এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।