পরশুরামে মুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আকতার নূর এ অভিযান পরিচালনা করেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিথলিয়া ইউনিয়নের মুহুরী নদীর কুন্ডেরপাড় ও কালির বাজার অংশে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব স্থানে অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় অবৈধ বালু উত্তোলনকারীরা। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ, মোটরসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আকতার নূর অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, নদী দখল ও পরিবেশ ধ্বংসকারী, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন।