পরশুরামে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনায় অভিযুক্ত কাজী রবিউল ইসলাম জিহাদকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) ফেনী জেলা যুবদলের সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল ইমরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জিহাদ চিথলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি পাগলিরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে। জিহাদ পেশায় সিএনজি চালক।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সু-স্পষ্ট প্রমাণ পাওয়ায় আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হলো। ফেনী জেলা যুবদলের আহবায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহবায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেন।’
পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল জানান, বহিষ্কারের বিষয়টি সংশ্লিষ্ট সকল ইউনিটে জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ৭ নভেম্বর গভীর রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলিরকুল গ্রামে জিহাদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ১১ বস্তা ভারতীয় থ্রিপিস উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা করেন।
