ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনে দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছিলেন। এ দেশের পরিবর্তনে তার অনেক স্বপ্ন ছিল। খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আগামীতে সকলকে নিয়ে আমরা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করব।
আজ শুক্রবার (২ ডিসেম্বর) মির্জানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু বলেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়া সবসময় আপসহীন ছিলেন। কোনো অপশক্তির কাছে তিনি মাথা নত করেননি। বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এজন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
এদিন জুমার নামাজের পরে সুবার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছাদেক। এর আগে কোরআন খতম করা হয়।
পরে সুবার বাজার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা মাঠে প্রায় ৮০০ শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হয়। এ সময় পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি সাহেদ আমান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম আজাদ, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম সরকার, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, আবুল খায়ের লিটন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন শাহজালাল, যুগ্ম আহবায়ক শামিমুল হক চৌধুরী, সাইফুল ইসলাম খোন্দকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবুসহ বিএনপির উপজেলা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
