পরশুরামে বনবিভাগের শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। গাছ কাটায় ব্যবহৃত করাতসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এসব গাছ সুবার বাজারের সব মিলে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে পরশুরাম-সুবার বাজার সড়কের বল্লামুখা ছড়ার দুই পাশে লাগানো বন বিভাগের গাছ প্রকাশ্যে কেটে ট্রলিতে করে নিয়ে যায় গাছখেকো চক্রটি। দুপুরে স্থানীয় সাংবাদিকরা সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে করাত, কুড়াল, দাসহ সরঞ্জাম ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বিষয়টি পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠান। পরে পরশুরাম মডেল থানার উপ পরিদর্শক মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সরঞ্জাম জব্দ করে থানায় নিয়ে আসেন।
জানা গেছে, বল্লামুখা ছড়ার দুই পাশে ১০ কিলোমিটার বেড়িবাঁধে ২০১৪-১৫ অর্থ বছরে সামাজিক বন বিভাগ প্রকল্পের মাধ্যমে ছয় হাজার আকাশমনি গাছ লাগানো হয়। বিভিন্ন সময়ে ছড়ার দুই পাশের গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে গত ২০ ডিসেম্বর সুবার বাজারের দক্ষিণ পাশে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের অন্তত ৩০টি গাছ কেটে ফেলা হয়। এর মধ্যে কিছু গাছ নিয়ে যায় দুর্বৃত্তরা। বাকি গাছগুলো জব্দ করে বন বিভাগ।
বন বিভাগের পরশুরাম রেঞ্জের কর্মকর্তা আবু নাছের মোঃ জিয়াউর রহমান বল্লামুখা ছড়ার বেড়িবাঁধের গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
