পরশুরামে কৃষিজমির উপরিভাগের মাটি কাটায় জরিমানা পরিশোধ করতে না পারায় আবদুল মহিম (৩৩) নামে এক মাটি ব্যবসায়ীর তিন দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত আবদুল মহিম চিথলিয়া ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। গতকাল রোববার (১৮ জানুয়ারি) বিকালে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আকতার নূর।
জানা গেছে, চিথলিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় মাটি কেটে বিক্রি করার অভিযোগে উত্তর শ্রীপুর গ্রামের আবদুল মহিমকে জরিমানা করা হয়। তিনি জরিমানা প্রদানে ব্যর্থ হলে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষিজমির টপসয়েল কাটায় অভিযুক্তকে জরিমানা করা হলে তিনি পরিশোধে ব্যর্থ হওয়ায় তার পরিবর্তে কারাদণ্ড দেওয়া হয়েছে।
