“গরুটি ছাড়া কিছু ছিল না... এখন তো আর কিছুই নাই”Ñকান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন মোহাম্মদ রাসেল, ২৪ বছরের এক তরুণ কৃষক। সিলোনীয়া নদীর বাঁধ ভাঙনে সৃষ্ট বন্যায় ফুলগাজীর কমুয়া চানপুরের বাসিন্দা রাসেলের গরুটি পানিতে ডুবে মারা যায়।

৮ জুলাই গভীর রাতে নদীর ভাঙনে হঠাৎ করেই বসতভিটা হুমকির মুখে পড়ে। স্ত্রী, সন্তান, মা-বাবা ও গরুকে নিয়ে রাতের অন্ধকারে নদীর পাড়ে আশ্রয় নিতে বের হয় রাসেলের পরিবার। কিন্তু সেই যাত্রায় প্রাণে বাঁচলেও বাঁচানো যায়নি গরু। প্রবল স্রোতে ভেসে যায় সেটি। পরে ভাঙনের স্থান থেকে কিছুদূরে গরুটির মৃতদেহ পাওয়া যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ তারেক মাহমুদ গরুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেলের মতো বহু কৃষকই এবারের বন্যায় নিঃস্ব হয়ে পড়েছেন। বেঁচে থাকলেও তারা হারিয়েছেন তাদের জীবনের শেষ অবলম্বন।