ফুলগাজীর মুন্সিরহাটে পারিবারিক কলহের জেরে এক স্বামী তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে ইউনিয়নের দক্ষিণ তারালিয়া গ্রামের জলিল মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।আহত গৃহবধূ বিবি খালেদা (৩৫) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. কোরবান আলীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, খালেদার স্বামী ওই গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে মো. কোরবান আলী পেশায় টমটম চালক। চার মাস তাবলীগে থেকে গত জুন মাসে কোরবানির ঈদের আগেরদিন তিনি বাড়ি ফেরেন। তারপর থেকে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য শুরু হয়। সর্বশেষ এসব কলহের জের ধরে কোরবান আলী স্ত্রী খালেদাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত খালেদাকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার গুরুতর হওয়ায় ফেনী জেনারেল হাসপাতালে ও সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের জা রাজমিস্ত্রী শাহাজাহানের স্ত্রী বিজলি আক্তার বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়ির উঠোনে খালেদাকে তার স্বামী আঘাত করে। তখন আমরা ঘুমিয়ে ছিলাম। ঘটনার সময় ঘরের ভেতরে তাদের তিন ছেলে ও দুই মেয়ে ঘুমাচ্ছিল বলে শুনেছি। এ দিকে এ ঘটনায় আহতের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে ফুলগাজী থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। আসামি ঘরে এসে আমার বোন ও তার সন্তানদের প্রায় গালিগালাজ, মারধর করতেন। সর্বশেষ হত্যার উদ্দেশ্যেই এভাবে কুপিয়ে জখম করেছে। কোরবান আলী হুমকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তাদের ছেলে-মেয়েদেরকে হত্যা করারও হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান দৈনিক ফেনীকে বলেন, খবর পেয়ে অভিযুক্ত কোরবান আলীকে ঘটনাস্থল থেকে আটক হয়ে থানায় আনা হয়। মামলা করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।