ফুলগাজী উপজেলা বিএনপিতে ফের দানা বেঁধেছে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের বিতর্ক। দল থেকে বহিষ্কৃত ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মজুমদারকে দলীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নেতৃবৃন্দের সারিতে বসে থাকতে দেখা যাওয়ায় ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে বিএনপির ভেতরে।
গতকাল রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু ফুলগাজীতে স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সারিতে বহিষ্কৃত নেতা জামাল উদ্দিন মজুমদারকে বসে থাকতে দেখা যায়, যা তাৎক্ষণিকভাবে দলের ভেতরে গুঞ্জন শুরু হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে জামাল উদ্দিন মজুমদারকে দল থেকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে, ১৭ অক্টোবর বিএনপি নেতা ব্যবসায়ী মজুমদার আরিফুর রহমান ফুলগাজীতে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে দরবারপুর ইউনিয়নের ৯নং চকবস্তা ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবুল বশরকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান। আবুল বশরকে গত ১৮ সেপ্টেম্বর ইউনিয়ন বিএনপি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে।
দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত নেতাদের পুনরায় কর্মসূচিতে যুক্ত করা নিয়ে উপজেলা বিএনপির ভেতরে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের আগে বহিষ্কৃত নেতাদের দলে ভেড়ানো সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। এতে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এক প্রবীণ নেতা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বহিষ্কৃত নেতারাই এখন যেন নোটিশকেই বহিষ্কার করছে! এতে দলের ভেতরে শৃঙ্খলা নয়, বরং বিভ্রান্তি তৈরি হচ্ছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলেও দলীয় কার্যক্রমে অংশগ্রহণের বৈধতা প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বহিষ্কার মানেই হল দলের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। তবে দর্শক হিসেবে উপস্থিত থাকা ভিন্ন বিষয়। জামাল উদ্দিন মজুমদারের বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার করা হয়নি বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।
খালেদা জিয়া এমপি হলে
আমরা সবাই এমপি হব-মজনু
ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেছেন, এই আসনে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন। খালেদা জিয়া এমপি হলে আমরা সবাই এমপি হব। বিগত ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে থেকেও সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গতকাল রোববার ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের মধ্যেও তারেক রহমান সারা দেশের নেতাকর্মীর খোঁজখবর রেখেছেন। কে কী করছে, সবই তাঁর নজরে। বিএনপি জনগণের দল, জনগণকে নিয়েই আমাদের সংগ্রাম চলবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মাস্টার আবুল কালাম, শহিদুল ইসলাম, আখতারুজ্জামান আজিম, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব নুরুল হুদা শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রসূল ও সদস্য সচিব আবুল কালামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে রফিকুল আলম মজনু ফুলগাজী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেন এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।