ফুলগাজী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, উত্তর শ্রীপুর গ্রামের ওবায়দুল হক সামছুর ছেলে মাঈন উদ্দিন (৪৬), বসন্তপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মাহবুবুল আলম মিলন (৪০) ও মৌলভী আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৫)
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক দিপলু কুমার বড়ুয়া, সহ-উপপরিদর্শক জিয়াউল হক মিলন ও বিজয় কর্মকার সহ পুলিশের একটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
