ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালাত সূত্রে জানা গেছে, অভিযানে স্যানিটারি ও স্বাস্থ্যবিধি না মানায় সাইফুল ইসলামের মালিকানাধীন মোল্লার হোটেলকে ১ হাজার টাকা এবং ওষুধের লাইসেন্সজনিত অনিয়মের কারণে বিক্রম নাথের মালিকানাধীন একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার বলেন, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।