ফুলগাজীতে সিঁদ কেটে এক টমটম চালকের ঘর থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বৈরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছালেহ আহমেদ দীর্ঘ ১২ বছর প্রবাসে ছিলেন। দেশে ফিরে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন তিনি। প্রবাসজীবনের সঞ্চিত অর্থ দিয়ে কেনা ৪ ভরি স্বর্ণালংকার আর বাড়ি নির্মাণের জন্য প্রায় ৭০ হাজার টাকা তার ঘরে ছিল। বৃহস্পতিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্রীচন্দ্রপুরে শ্বশুরবাড়িতে যান ছালেহ আহমেদ। শুক্রবার ভোরে প্রতিবেশীরা ঘরের পাশে খোঁড়া মাটি দেখে তার বড় ভাইকে খবর দেন। পরে ঘরে ঢুকে দেখা যায়, বিছানাপত্র এলোমেলো, প্লাস্টিকের ব্যাংক ও আলমারির তালা ভাঙা। স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন-সবই উধাও।
ক্ষতিগ্রস্ত ছালেহ আহমেদ জানান, আর্থিক সংকটের কারণে একমাত্র ছেলেকেও কাজে পাঠিয়েছি। এ সময়ে চোরচক্র ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণ আর অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আমার সব শেষ হয়ে গেল, আর কিছুই রইলো না। এ দিকে সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি-ছিনতাই বাড়ায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এ ঘটনায় ছালেহ আহমেদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
