ফুলগাজীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ নূরনবী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর নিলক্ষী গ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক নূরনবী ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর নিলক্ষীগ্রামের আজিজুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নূরনবী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে গোপন তথ্যে জানা যায়। ওই তথ্যের ভিত্তিতে ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ফুলগাজীর উত্তর নিলক্ষী গ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালায় র্যাব-৭। এ সময় তার বসতঘর থেকে ২ হাজার ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এদিন রাত ৯টার দিকে র্যাব-৭ তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব কর্তৃক আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
