ফুলগাজী উপজেলার সাংবাদিকদের অন্যতম প্ল্যাটফর্ম ফুলগাজী প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে ফুলগাজী বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিনিধি মো. মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্বান্ত হয়।
নবগঠিত ১৫ সদস্যের কমিটিতে দৈনিক স্টার লাইনের ফুলগাজী প্রতিনিধি সাহাব উদ্দিনকে আহবায়ক করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন দৈনিক আমার ফেনী প্রতিনিধি জহিরুল ইসলাম রাজু, সদস্য সচিব দৈনিক সংগ্রাম ও ডেইলি পোস্টের রবিউল আজিম চৌধুরী রাহাত।
কমিটির অন্য সদস্যরা হলেন-মো. মোর্শেদ (দৈনিক ফেনী), মহি উদ্দিন সেজু (দৈনিক এবেলা), সাজ্জাদ হোসেন রাকিব (দৈনিক ফেনী), তনু সরকার (দৈনিক অজেয় বাংলা), মো. দেলোয়ার হোসেন ঝন্টু (দৈনিক অন্য দিগন্ত), কামরুজ্জামান পারভেজ মুন্না (সাপ্তাহিক জনপ্রিয়), সিরাজুল ইসলাম আরিফ (ফুলগাজী নিউজ ২৪), ইসমাইল মুজাহিদ (দৈনিক সোনালী কণ্ঠ), আজিমুল হক (দৈনিক বাংলার প্রতিচ্ছবি), ইমাম হোসেন আদর (ফেনীর প্রান্তর), মুহাম্মদ ইউনুস মোল্লা (আজকের খবর) ও আল-রাকিব সৌরভ (ফেনী সংবাদ)।
নতুন কমিটির সদস্যরা জানান, ফুলগাজীতে সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং উপজেলার উন্নয়ন-অগ্রগতির সংবাদ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। আগামীতে প্রেসক্লাবকে আরও সক্রিয় ও জনকেন্দ্রিক সংগঠনে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত ফুলগাজীতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় অবস্থিত। দীর্ঘদিন ধরে উপজেলার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ সংগঠনটি।
