নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহিমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেলী নোশীন প্রত্যাশা।
অভিযানে নির্বাচনী আচরণবিধি অমান্য করে একটি ভবনে ব্যানার সাঁটানোর অভিযোগে আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া দৌলতপুর গ্রামের আবদুর রউফের ছেলে মহিউদ্দিন মহিমকে এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেনী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুর ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভবনে ব্যানার সাঁটানো হয়। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে জরিমানা আদায় করে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
