ফুলগাজীতে পরিবেশ আইন অমান্য করায় চার ইটভাটা মালিককে ২৩ লাখ টাকা জরিমানা ও প্রায় ১ লাখ ৩০ হাজার ইট ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার আনন্দপুর ও জিএমহাট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন রাতুল।
এ সময় ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (চলতি দায়িত্ব) সংযুক্তা দাশ গুপ্তা, সিনিয়র কেমিস্ট মো. তানভীর হোসেন, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনন্দপুর ইউনিয়নের বিসমিল্লাহ ব্রিকস, হাসানপুর ব্রিকস, মেসার্স দেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং জিএমহাট ইউনিয়নের জিএমহাট ব্রিকসকে অভিযান পরিচালনা করা করা হয়। এতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অভিযোগে তাদের মোট ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার মধ্যে আনন্দপুরের বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় ও ২০ হাজার ইট ধ্বংস করা হয়, জিএমহাট ব্রিকসে ৫ লাখ টাকা জরিমানা ও ৩০ হাজার ইট ধ্বংস করা হয়।
এছাড়া মেসার্স দেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং মালিককে ৭ লাখ টাকা জরিমানা ও ৫০ হাজার ইট ধ্বংস করা হয়। একইসঙ্গে হাসানপুর ব্রিকসে অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা ও ৩০ হাজার ইট ধ্বংস করা হয়।
এ ব্যাপারে ফেনী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (চ. দা.) সংযুক্তা দাশ গুপ্তা বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ দূষণ, ফসলি জমির ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এনে এসব ইটভাটা মালিককে জরিমানা ও অবৈধভাবে প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
