সোনাগাজী সদর ইউনিয়নে চেইন ছিনতাইকালে এক গৃহিণীকে বেধড়ক মারধর করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে সদর ইউনিয়নের চর খোন্দকার গ্রামের মোয়াজ্জেম মোস্তফা বাড়ির প্রবাসী মোঃ জসিম উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহিণী মাকসুদা আক্তার (২৬) বাদী হয়ে একই এলাকার সেকান্তরের বাড়ির মো. ফকির আহাম্মদ (২৮)-এর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ফকির আহাম্মদ বসতঘরের সামনে টিন কেটে ঘরে প্রবেশ করে গৃহিণীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মাকসুদা আক্তার তাকে হাতে-নাতে ধরে চিৎকার করলে ওই ব্যক্তি নিজেকে ছাড়িয়ে নিয়ে ভুক্তভোগীকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। পরে আহত অবস্থায় ভুক্তভোগীকে ফেলে সে পালিয়ে যায়।
ভুক্তভোগীর দাবি, ফকির আহাম্মদ একজন পেশাদার চোর। এর আগেও একাধিকবার গভীর রাতে আমাদের বসত ঘরের আঙিনায় আসেন এবং চুরির চেষ্টা করেন। ঘটনার দিনও তাকে চিনতে পেরেছি।
মারধরের শিকার গৃহিণী মাকসুদা আক্তার বলেন, ছিনতাইকারীর মারধরের কারণে আমি এখনো অসুস্থ অবস্থায় রয়েছি। আমার আট আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনতাইকারী নিয়ে যায়। এবিষয়ে সোনাগাজী থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত কেউ যোগাযোগ করেনি এবং ঘটনাস্থলে আসেনি।
এবিষয়ে জানতে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকনকে একাধিক বার ফোন করা হলেও পাওয়া যায়নি। পরে পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, একটি মামলার তদন্তের কাজে ফেনীর বাইরে আছি, থানার সেকেন্ড অফিসারের সঙ্গে কথা বলুন। পরে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) গোকাম কিবরিয়া ফোনে বলেন, আমি এবিষয়ে কিছু জানি না, তদন্ত কর্মকর্তাকে খুঁজে নিয়ে তার সঙ্গে কথা বলুন।