সোনাগাজীতে গলা কেটে এক অটোরিকশাচালককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরদরবেশ ওয়েস্ট ব্যাংক কলেজ সংলগ্ন বিডিসি ভূঞা খালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহত ব্যক্তির নাম মোনোরঞ্জন (৬৫)। তিনি সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার সংলগ্ন কলাবাগান এলাকার বাসিন্দা। পরিবারে তার দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। মোনোরঞ্জন ২০-২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মোনোরঞ্জন সন্ধ্যার কিছু সময় আগে বাড়িতে সন্তানদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেয়েছিলেন। পরে যাত্রী নিয়ে বের হলে আর ফিরে আসেননি। রাত সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্য ঘটনাস্থলে ছুটে যায়।
নিহতের প্রতিবেশী মহিন উদ্দিন রুবেল বলেন, তিনি (মোনোরঞ্জন) দীর্ঘ সময় ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাত্র এক সপ্তাহ আগে কিস্তিতে এ অটোরিকশাটি কেনেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশের সোনাগাজী সার্কেল কর্মকর্তাসহ দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ সোনাগাজী-কোম্পানীগঞ্জ সীমান্তের একটি খালের মধ্যে পাওয়া গেছে। দুই থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
