সোনাগাজীতে র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । গতকাল রোববার (১৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম বাদশা এবং অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (২২) ।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সোনাগাজী থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জহিরুল ইসলাম এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শনিবার রাতে সোনাগাজী উপজেলার পশ্চিম সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি সুলতানপুর গ্রামের সুজল হকের ছেলে।
অন্যদিকে, চট্টগ্রামের কোতোয়ালী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাইফুল ইসলাম বাদশা আনোয়ারা থানার বটতলী এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল একইদিন দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি আনোয়ারা উপজেলার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান,আনোয়ারা ও সোনাগাজীতে দুটি পৃথক অভিযানে কোতোয়ালী থানার মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম বাদশা এবং সোনাগাজী থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা ও সোনাগাজী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
