সোনাগাজীতে গলা কেটে অটোরিকশাচালক মোনোরঞ্জন (৬৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ এক সন্দিগ্ধ যুবককে গ্রেপ্তার করেছে।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) বিকেলে চরচান্দিয়া ইউনিয়নের ওলানী মোস্তাফা বাড়ি এলাকা থেকে নুর আলম রাজু (৩৫) নামে সন্দিগ্ধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. হানিফের ছেলে। সোনাগাজী মডেল থানা পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের সময়ের আশেপাশের সিসিটিভি ফুটেজে রাজুকে চলাফেরা করতে দেখা যায়। ওই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নিহতের ছেলে শ্যামল অজ্ঞাতনামা আসামি করে সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার এরপরই পুলিশ অভিযান জোরদার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হই। পরে তার বাড়ির পাশের জলাধারের পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করছি দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন সম্ভব হবে। পাশাপাশি হত্যায় কারা কারা জড়িত থাকতে পারে—সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম চরদরবেশ ওয়েস্ট ব্যাংক কলেজের দক্ষিণ পাশে বিডিসি ভূঞা খালের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত মোনোরঞ্জন চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার-সংলগ্ন কলাবাগান এলাকার বাসিন্দা। দীর্ঘ দুই যুগ ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এক সপ্তাহ আগে কিস্তিতে নতুন ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গলা কেটে হত্যা করেছে।
