সোনাগাজী পৌরসভার পশ্চিম গরুর বাজার এলাকা থেকে দেশীয় পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ নূর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে আল হেলাল একাডেমির পাশের গরুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আলিফ আল গনির নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এবং সোনাগাজী মডেল থানার সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেশীয় পিস্তল ও কার্তুজ জব্দ এবং একজনকে আটক করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
