সোনাগাজীতে ঘন কুয়াশার মধ্যে একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মো. বাদশা ফয়সাল (৩৭) নামে মোটরসাইকেল আরোহী এক তরুণ উদ্যোক্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কের ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা ফয়সাল সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে। পরিবারে তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে সোনাগাজীর খেজুর বাগান থেকে রস নিয়ে বিক্রির উদ্দেশ্যে ফেনী শহরে বের হন ফয়সাল। পথিমধ্যে ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কা লেগে ফয়সাল সড়কে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের বন্ধু শরিফ উদ্দিন বলেন, দুর্ঘটনার সময় সড়কে ঘন কুয়াশা ছিল। ফেনীর দিক থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক এসে ফয়সালের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে সোনাগাজীর দিকে চলে যায়। আমি আরেকটি মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধরার চেষ্টা করি, কিন্তু ঘন কুয়াশার কারণে আর নাগাল পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সাল একজন পরিচিত তরুণ উদ্যোক্তা ছিলেন। তিনি মুরগির খামার ও মৎস্য চাষের সঙ্গে জড়িত ছিলেন। একসময় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সোনাগাজী জোনের কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন এবং বর্তমানে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছেন। সর্বশেষ সোনাগাজী উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন। কুয়েত যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কিছুদিন আগে দোকানটি বিক্রি করে দেন। পরে অবসর সময়ে তিনি খেজুরের রস সংগ্রহ করে ফেনীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
মৃত্যুর ঠিক এক ঘণ্টা আগেও তিনি খেজুরের বাগান থেকে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে রস চুরির বাস্তব পরিস্থিতি দেখিয়ে সামাজিক অবক্ষয় ও ইনসাফ নিয়ে কথা বলেন। ওই লাইভে তিনি বলেন, নৈতিকতা ও আদর্শের অভাবে আজ বাঙালি বিশ্বের বিভিন্ন দেশে বিশৃঙ্খলার জন্য নিন্দিত হচ্ছে। ব্যক্তি ও পরিবার যদি সঠিক পথে চলে, তাহলে একসময় সমাজ ও রাষ্ট্র সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধশালী হিসেবে বিশ্বে পরিচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
নিহত ফয়সালের প্রতিবেশী সাবেকুন নবী পিকলু বলেন, ফয়সাল অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও সচেতন মানুষ ছিলেন। শুধু নিজের উন্নতি নয়, সমাজ নিয়েও তিনি ভাবতেন। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করা হয়নি।
