সোনাগাজীতে অবৈধ মাটি কাটা ও এলপিজি সিলিন্ডার গ্যাসের বাজার তদারকিতে পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধভাবে মাটি কাটায় এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই গ্যাস ব্যবসায়ীর মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) মুহুরী প্রজেক্ট এলাকা এবং মঙ্গলবার (৬ জানুয়ারি) সোনাগাজী জিরো পয়েন্টে এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে সোমবার দিবাগত রাত ১০টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. রিপন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে মঙ্গলবার এলপিজি সিলিন্ডার গ্যাসের বাজার তদারকির জন্য সোনাগাজী জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে বসুন্ধরা ও টোটাল গ্যাসের ডিলার মো. আব্দুল হাইকে ৫ হাজার টাকা ও সফিকুল ইসলাম নামে অপর এক ব্যবসায়ীর ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কৃষিজমির টপসয়েল সংরক্ষণ এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
