সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় সিঁধ কেটে একটি খাবারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। গতকাল বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে সাতবাড়িয়া ব্রিজের পাশের মাহফুজ স্টোরে এ ঘটনা ঘটে।

দোকানটির স্বত্বাধিকারী মাহফুজ জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। পরদিন সকালে দোকানে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন। চোরেরা দোকানের পিছনের মাটিতে কেটে (সিঁধ কেটে) ভেতরে প্রবেশ করে।

তিনি আরও বলেন, দোকান থেকে প্রায় ১০ হাজার টাকার দুধ পাউডার, ২০ হাজার টাকার সিগারেট, ১ হাজার ২০০ টাকার সাবান, ১ হাজার ২০০ টাকার চা পাতা, ২ হাজার ৮০০ টাকার ভোজ্য তেল (১ হাজার ৬০০ ও ১ হাজার ২০০ টাকা) এবং ৮০০ টাকার সরিষার তেল নিয়ে গেছে। এছাড়া ক্যাশবাক্সে থাকা ৫০০ টাকার খুচরা টাকাও নিয়ে যায় চোরেরা। সব মিলিয়ে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভুক্তভোগী দোকান মালিক বলেন, এই দোকানই আমার আয়ের অন্যতম উৎস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এমন চুরির ঘটনায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই

এ বিষয়ে জানতে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। পরে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরির ঘটনা প্রতিরোধে আমরা তৎপর রয়েছি।

উল্লেখ্য, এর আগে গত ২৭ ডিসেম্বর দিবাগত রাতেও একই এলাকার রাসেল স্টোরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে।