দাগনভূঞা উপজেলার দক্ষিণ বারাহীগুণীতে মোহাম্মদ ফারুক (৩৫) নামের এক যুবককে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী জাফরান আক্তার সোনিসহ ৬ জনকে আসামি করে ফারুকের মা নুরের নাহার আদালতে মামলা করেছেন। গত সোমবার (১২ জানুয়ারি) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে তিন কার্যদিবসের মধ্যে দাগনভূঞা থানাকে মামলা হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন আদালতের পেশকার মেজবাহ উদ্দিন।
মামলার বাদী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম নান্টু জানান, নিহত ফারুকের মা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। গত সোমবার আদালত মামলাটি গ্রহণের জন্য দাগনভূঞা থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, দক্ষিণ বারাহীগুণী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে মোহাম্মদ ফারুক পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। প্রায় ১২ বছর আগে একই গ্রামের ইব্রাহিম খলিল সবুজের মেয়ে জাফরান আক্তার সোনির সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে বিরোধ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ২১ ডিসেম্বর ফারুককে তার স্ত্রী বাড়িতে ডেকে নেন। সেখানে তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে জোর করে বিষ খাওয়ানো হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করা হয়। পরে ১২ জানুয়ারি আদালতে মামলা করেন নিহতের মা।
মামলায় নিহতের স্ত্রী জাফরান আক্তার সোনি, শাশুড়ি হাছিনা বেগম, শ্যালকসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, আদালতের নির্দেশনা পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
