ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্সের আপিল শুনানির জন্য একটি বেঞ্চ নির্ধারণ করা হয়েছে। বেঞ্চের নেতৃত্বে রয়েছেন বিচারপতি সৌমেন্দ্র সরকার।


সোমবার (০২ মার্চ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে এ মামলার পেপারবুক ছাপানো শেষে তা সরকারি ছাপাখানা বিজি প্রেস থেকে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এরপর ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য একটি বেঞ্চ নির্ধারণের নির্দেশনা চেয়ে প্রধান বিচারপতির কাছে তা উপস্থাপন করা হয়।


২০১৯ সালের ২৪ অক্টোবর অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর ২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পৌঁছে।

এর আগে, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করা হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।


এর প্রেক্ষিতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ৬ এপ্রিল নুসরাতের শরীরে আগুন দিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। ৮ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান মামলা দায়ের করেন। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত।


মামলার অভিযোগপত্র দাখিল করা হয় ২৮ মে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক ২০ জুন অভিযোগ গঠন করা হয়। ৮৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ৩০ সেপ্টেম্বর আদালত রায়ের জন্য ২৪ অক্টোবর নির্ধারণ করেন।