ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, দায়িত্বপ্রাপ্ত কোন ঠিকাদার যদি কোনপ্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফেনী সদর উপজেলা’র উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়ে সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে তাকে অবহিত করা হয়। এসময় উপস্থিত সকল জনপ্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।


প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবার আহ্বান জানিয়ে সাংসদ বলেন, সরকারীভাবে জনসাধারণের জন্য বরাদ্দকৃত টিউবওয়েলগুলো ঠিকাদার সঠিকভাবে স্থাপন করছে কিনা তা প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানকে তদারকি করতে হবে। এছাড়া জনগণের কাছ থেকে কোনপ্রকার বাড়তি টাকা আদায় করছে কিনা সে ব্যাপারেও রাখতে হবে।


এসময় ফেনী সদর উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ কামনা করেন নিজাম উদ্দিন হাজারী।


ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসিসহ সদর উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন।

মতবিনিময় শেষে জনপ্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি ও সকলের সাথে ফটোসেশনে অংশ নেন।

ছবিঃ এস আলম সবুজ