৩ নভেম্বর, ২০১৯
পরশুরাম সংবাদদাতাঃ
পরশুরাম উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলার শেখ কামাল মিলনায়তনে আয়োজিত কর্মশালায়প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার, পরশুরামের সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, ফেনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম, পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী (সাজেল), পরশুরাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার (বাদল), মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার।
এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।

কর্মশালা শেষে পরশুরাম উপজেলার বাউরখুমা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানসহ অতিথিরা।