আজ ১৭ই মার্চ। স্বাধীনতার মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। একইসাথে শুরু হয়েছে বছরব্যাপী মুজিববর্ষ। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছেন পরশুরাম উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।


আজ সকালে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন।


এরপর উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার ও সম্পাদক শফিকুল হোসেন মহিমের নেতৃত্বে শ্রদ্ধা জানান যুবলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন ছাত্রলীগ। মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুর নেতৃত্বে শ্রদ্ধা জানান ইউনিয়ন আওয়ামী লীগ। পরবর্তী সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে ইফার নেতৃবৃন্দের মাধ্যমে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘মুজিববর্ষে সোনার বাংলা, ছড়ায় নতুন স্বপ্নাবেশ শিশুর হাসি আনবে বয়ে, আলোর পরিবেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। সভা শেষে কেক কাটেন অতিথিরা। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে গাছের চারা বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সহকারী কমিশনার (ভূমি) নু-এমং মারমা মং, উপজেলা ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার।


সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।