বিশ্বজুড়ে আতংক সৃষ্টি করেছে করোনা ভাইরাস। এ সংক্রমণের ঝুঁকি কমাতে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সোনাগাজীতে মাইক হাতে প্রচারণায় নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। আজ শনিবার (২১ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে প্রচারণা করেন তিনি। একই সাথে দ্রব্যমূল্য ও বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন তিনি।


ইউএনও জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্রব্যমূল্য ও বাজার স্থিতিশীল রাখতে সোনাগাজী বাজার, ওলামা বাজার, মনগাজী বাজার, ভৈরব চৌধুরীর হাট বাজার, সোনাপুর বাজার ও বাদামতলি বাজারে পরিচ্ছন্নতা অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তিন ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসমাগম পরিহার করতে জনসাধারণকে সচেতন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বাজারে এ অভিযান পরিচালনা করা হবে।


বাজার অস্থিতিশীল না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। একইসাথে ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার জন্য অনুরোধ জানান।