ফেনী পৌর এলাকায় কর্মরত ৪শ পরিচ্ছন্নতাকর্মীকে একমাসের খাদ্য সহযোগিতা দিল ফেনী পৌরসভা। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গনে খাদ্য বিতরণ করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান।


জেলা প্রশাসক বলেন, সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। কিন্তু পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করবে। তাদের যেন কষ্ট না হয় তাই এ সহযোগিতা পৌরসভা করছে। তারা যেন পৌরসভার কাজ ব্যতিত অন্য কোথাও মেলামেশা না, করোনাভাইরাস সংক্রমণ হতে দুরে থাকে তাই এ সহযোগিতা করা হচ্ছে।


জেলা প্রশাসক বলেন, দুর্যোগের সময় কেউ ক্ষুধার্থ থাকবে না, কষ্টে থাকবে না। সেজন্য সরকারীভাবে বিভিন্ন সহযোগিতা দেয়া হবে, সরকার এ নির্দেশনা দিয়েছে।


করোনা সংক্রমণরোধে জেলা প্রশাসক বলেন, আজ হতে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। গণপরিবহন বন্ধ রয়েছে আইন-শৃংখলা বাহিনীর সাথে সেনাবাহিনী মাঠে কাজ করছে। আমরা যদি দশদিন ঘরে থাকতে পারি তবে বিশাল একটা মহামারী থেকে রক্ষা পাবো, দেশ ও জাতি রক্ষা পাবে।


ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জানান, ৪শত জন পরিচ্ছন্নতাকর্মিকে একমাসের খাদ্য সহযোগিতা দেয়া হয়েছে। পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, রসুন, আলু, তেল।


মেয়র বলেন, তারা যেন খাদ্যে অভাববোধ না করে তাই এ সহযোগিতা করা হয়েছে।

 

কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী জানান, পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতার কাজটি প্রয়োজনে অব্যাহত থাকবে।


পরিচ্ছন্নতাকর্মী তাহের বলেন, পৌরসভার কাজ ছাড়াও হাট-বাজারে কিছু কাজ করি। সব বন্ধ তাই কাজ নাই। পৌরসভার সাহায্য পাওয়ায় খাবারের চিন্তা কমেছে।


ভোগ্যপণ্য বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র-১ আশ্রাফুল আলম গীটার, প্যানেল মেয়র-২ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, কাউন্সিলর আমীর হোসেন বাহার, সাইফুর রহমান সাইফু, বাহার উদ্দিন, খোকন হাজারী, মজিবুর রহমান ভূঁঞা, জয়নাল আবদীন লিটন প্রমূখ।


এরপর জেলা প্রশাসক ও মেয়র শহরের প্রধান সড়কগুলোতে রোডে জীবাণুনাশক ছিটানোর কাজ পরিদর্শন করেন।