করোনাভাইরাস সংক্রমণরোধে ফেনীতে ডাক্তারদের মাঝে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছে বিএমএ ফেনী জেলা শাখা।


আজ শনিবার (২৮ মার্চ) বেলা ৩ টায় শহরের ট্রাংক রোডে ডক্টরস্ রিক্রিয়েশন ক্লাবে পিপিই বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, বিএমএ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস।


বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ও নোয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র দাস বলেন, চিকিৎসাকালে ডাক্তারদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য সংগঠনের পক্ষ হতে এ উপহার দেয়া হয়েছে।


তিনি জানান, জেলার প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুকূলে ১৫টি এবং ফেনী ডায়াবেটিস হাসপাতালে কর্মরত ডাক্তারদের জন্য ২০টি পিপিই দেয়া হয়েছে।


সাধারণ সম্পাদক জানান, প্রত্যেক উপজেলা হতে আগত প্রতিনিধির হাতে পিপিই তুলে দেয়া হয়। প্রদত্ত পিপিইগুলো পুনঃব্যবহারযোগ্য।


এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধিসহ সংগঠন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।