চলমান করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে স্থবির জনজীবন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর এ পরিস্থিতিতে পরশুরাম উপজেলার ৩নং চিথলিয়া ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থীরা। তাদের নিজস্ব উদ্যোগে চাল, ডাল, পেয়াজ, আলু, লবণ, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।


ধনীকুন্ডা হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১৩'র শিক্ষার্থী রশমি বলেন, আমরা এলাকার নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে বিভিন্ন পরিবারের মাঝে খাবার বিতরণ করছি। এতে প্রতি প্যাকেটে চাল ৫ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি ও তেল ১ লিটার রয়েছে।


তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা প্রতি পরিবারে মাস্ক বিতরন করছি। করোনা পরিস্থিতি অনুকূলে আসা পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে।
এসময় রশমি সবসময় এমন জনকল্যাণমুখী কাজে সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


সাহায্যপ্রাপ্ত ফরহাদ বলেন, গত কয়েকদিন সবকিছু বন্ধ আছে। এতে করে আমার আয়ের পথও বন্ধ। আজকের এ খাদ্যসামগ্রী দিয়ে পরিবারের মুখে খাওয়া উঠবে।