৫ নভেম্বর,২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীর সোনাগাজীতে মুহুরী সেতু ও ফাজিলের ঘাট সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়।
৭১ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে সোনাগাজীতে মুহুরী প্রকল্প সড়কের ৩০তম কিলোমিটারে ৩৯১.৩৫ মিটার দীর্ঘ এবং বক্তারমুন্সী-কাজিরহাট-দাগনভূঞা সড়কের ১৩তম কিলোমিটারে ৫০.১২ মিটার দীর্ঘ ফাজিলের ঘাট সেতু দুটি নির্মিত হবে। একনেক সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
উল্লেখ্য, ২৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ফেনীতে একাধিক উন্নয়ন কর্মপরিকল্পনার কথা ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,এমপি। তার মধ্যে মুহুরী ও ফাজিলের ঘাট সেতু ছিল। ঘোষণার অল্প কয়েকদিনের মাথায় এ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক।