করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী চলমান সাধারণ ছুটিতে চরম আর্থিক সংকটে পড়েছে এক শ্রেণির মানুষ। অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিতে এগিয়ে এসেছে ফেনী জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের তাকিয়া রোডে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করা হয়।

জেলা বিএনটির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, দেশের মানুষ বিপদে। নিম্নআয়ের মানুষ তীব্র খাদ্য সংকটে পড়েছে। এসময় বিএনপি দায়িত্বের অংশ হিসেবে খাদ্য সহায়তা নিয়ে ঘরে ঘরে যাচ্ছে।


তিনি জানান, এক হাজার মানুষের খাদ্য সামগ্রী প্রস্তুত রয়েছে তবে এটি চলমান প্রক্রিয়া। প্রাথমিকভাবে সদর উপজেলায় শুরু হলেও জেলার সর্বস্তরে চলবে। তিনি বলেন, পবিত্র মাহে রমজানে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করবো।


জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, জেলার সর্বত্র আজ হতে সহায়তা কর্মসূচি চলবে। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতা-কর্মীরা অসহায় মানুষকে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিবে। একটি তালিকা তৈরীর কাজ চলছে পাশাপাশি আজ হতে বিতরণও শুরু করা হয়েছচে। সামাজিক দুরত্বে নিশ্চিত করতে ঘরে ঘরে বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবণ।


তিনি জানান, যারা এখনও পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পাননি, প্রাথমিকভাবে তাদের দেয়া হচ্ছে।