৭ নভেম্বর,২০১৯

।।নিজস্ব প্রতিবেদক।।
ফেনীতে নানা আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪) এর ৭১তম প্রতিবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে দাগনভূঞার জায়লস্করে ক্যাম্প সদর দপ্তরে পতাকা উত্তোলন, কেক কাটা, বিশেষ দরবার, প্রীতিভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এছাড়াও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখের পরিবারকে উপহার প্রদান করে বিজিবি-৪।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি-৪ এর কুমিল্লা সদর দপ্তরের উপ মহাপরিচালক ও সেক্টর কমান্ডার আবু মোহাম্মদ মহিউদ্দিন।

ফেনীস্থ বিজিবি-৪ অধিনায়ক লে. কর্নেল নাহিদুজজামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, দানগভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে ৪ ইস্ট পাকিস্তান রাইফেলস ব্যাটালিয়ন প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ হয় ৪ বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন। বর্তমানে এর নাম ৪ বর্ডার গার্ড বাংলাদেশ। মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে দুজন এ ব্যাটালিয়নের হওয়ায় একে বীরশ্রেষ্ঠ ব্যাটালিয়ন বলেও অভিহিত করা হয়।

ছবিঃ দুলাল তালুকদার