দাগনভূঞায় তালিকাভুক্ত ৬শ কৃষককে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কোভিড-১৯ সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তায় প্রান্তিক কৃষককে উদ্বুদ্ধ করতে এসব প্রণোদনা প্রদান করা হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


বুধবার (১৫ এপ্রিল) উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৃষকদের প্রণোদনার বীজ ও সার তুলে দেন দাগনভুঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবীর রতন। সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবীর সভাপতিত্বে এসসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ফোরকান উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার মুহাম্মদ ইমদাদুল হক, যুবলীগ নেতা ইকবাল হোসেন, ছাত্রলীগ নেতা জাকের হোসেন ও কৃষকলীগ নেতা সালাহ উদ্দিন বাবুলসহ ইউপি সদস্য ও উপকারভোগী কৃষকগণ।


দাগনভুঞা উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম জানান, উপজেলার ৮টি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রান্তিক কৃষকের তালিকা তৈরী করা হয়েছে। তালিকাবদ্ধ ছয়শ কৃষকের মাঝে প্রত্যককে পাঁচ কেজি আউশ ধানের বীজ ও ৩০ কেজি সার বিনামূল্যে প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।