পরশুরামের মির্জানগর ইউনিয়নে রোজা রেখে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। আজ সোমবার (৪ মে) সকালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল হোসেন ও সম্পাদক শরীফ উদ্দিনের নেতৃত্বে ২৯ সদস্যের একটি দল ধান কাটায় অংশ নেয়।

ইউনিয়ন ছাত্রলীগ সূত্রে জানা যায়, শ্রমিক সংকটে ধান মাঠের ধান কাটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ইউনিয়নের দক্ষিণ সত্যনগর গ্রামের কৃষক হাছি মিয়া। বিষয়টি ছাত্রলীগকে জানালে তার কৃষকের সাহায্য করতে এগিয়ে আসে। আজ সোমবার রোজা রেখেই ওই কৃষকের ১২০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল হোসেন বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক ইব্রাহিম ভাইয়ের মাধ্যমে হাছি মিয়ার বিষয়টি জানতে পেরে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পালন করতে আমরা সব সময় প্রস্তুত আছি।


সাধারন সম্পাদক শরীফ উদ্দিন বলেন, কৃষকের সহায়তার জন্য আমরা হটলাইন চালু করেছি। আমাদের হটলাইন নাম্বারে ০১৬৪২৭৪৩৪২৪, ০১৮২০৫৫৫২৬৮ নাম্বারে যোগাযোগ করলে ছাত্রলীগ কৃষককে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবে। 

দুর্দিনে ছাত্রলীগের এ কার্যক্রমে দুশ্চিন্তামুক্ত হলেন কৃষক হাছি মিয়া। তিনি বলেন, গত কয়েকদিন বাজারে কাজের গিয়ে ধান কাটার লোক পাইনি। বিষয়টি ছাত্রলীগের কানে গেলে তারা এসে জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

এসময় মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নুরুজ্জামান ভুট্টু, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল আজিজ, সহ-সভাপতি সুজন, সহ-সভাপতি জনছুর সহ-সভাপতি রাসেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক রুবেল ভূইয়াসহ ছাত্রলীগের কর্মীরা উপস্থিত ছিল।