করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকটে কর্মহীন অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ফেনীর সদস্যরা। আজ বুধবার (৬ মে) ফাউন্ডেশনটির উদ্যোগে ফেনীর ২০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।


ফাউন্ডেশনের প্রধান ফারজানা ব্রাউনিয়ার পক্ষে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন স্বর্ণ কিশোরী মাহবুব তাবাচ্ছুম ইমা, রাইসা ফারুক, স্বর্ণ কিশোর কামাল উদ্দিন ও মিরাজ উদ্দিন।


স্বর্ণ কিশোরী মাহবুবা তাবাচ্ছুম ইমা জানান, করোনা সংকটে কর্মহীন কিশোর-কিশোরী পরিবারদের খাদ্য সহায়তা শুরু ঢাকা থেকে। এরপর ক্রমান্বয়ে অন্যান্য জেলায় ফাউন্ডেশনের সদস্যরা খাদ্য সহায়তা পৌঁছে দেন কর্মহীন মানুষদের কাছে। তারই ধারাবাহিকতায় আমরা ফেনীর ২০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি।

মা আরো বলেন, করোনার শুরু থেকে কিশোর-কিশোরীদের নিরাপত্তায় সচেতনতা সৃষ্টি করতে সারাদেশের স্বর্ণ কিশোর-কিশোরী বিভিন্নভাবে কাজ করে আসছে।


স্বর্ণ কিশোর কামাল উদ্দিন বলেন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিয়ে কাজ করে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন। দেশের এই সংকটকালে ফাউন্ডেশনের এমন উদ্যোগ প্রশংসনীয় ভুমিকা রাখবে।