ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে ফেনী শহরে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে আল-বারাকা হাসপাতাল পরিদর্শন করেছেন তিন সদস্যের তদন্ত কমিটি।


আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে তদন্ত দল ঘটনাস্থলে উপস্থিত হন।


তদন্ত কমিটির প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এস আর মাসুদ রানা জানান, সকালে তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন করে। তদন্তের প্রয়োজনে যাদের সাথে কথা বলা প্রয়োজন তাদের সাথে কথা হয়েছে।


সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জামাদানের কথা থাকলেও তদন্তকারী দলের প্রধান ডাক্তার মাসুদ রানা বলেন, চলমান করোনা পরিস্থিতিতে আরও বেশী সময় লাগতে পারে। তদন্ত শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হবে।


উল্লেখ্য, গত সোমবার আল-বারাকা হাসপাতালে এক প্রসুতির মৃত্যুর ঘটনা ঘটে। রোগীর স্বজনরা দাবী করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু ঘটেছে। নিহত ব্যক্তি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তার মুন্সি এলাকার বাসিন্দা।


রোগীর স্বজনরা জানান, রবিবার ভোর রাতে পেয়ারা আক্তার নামের ওই গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবের জন্যে ওই হাসপাতালে ভর্তি করানো হয়, পরদিন সকালে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।


তারা অভিযোগ করেন, রোগীর অবস্থা খারাপ হওয়ায় অপারেশনের জন্য বলা হলেও ডাক্তার না থাকায় নার্স দিয়ে নরমাল ডেলিভারি করে। আশংকাজনক অবস্থার এক পর্যায়ে রোগী মৃত্যুবরণ করেন।


রোগীর এক স্বজন জানান, পুলিশ আসার পূর্বেই তড়িঘড়ি করে হাসপাতাল হতে লাশ বের করে দেওয়া হয়।


এ ঘটনায় ফেনী সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ডাঃ মাসুদ রানাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেন। অপর দুইজন সদস্য হলেন ফেনী জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ রোকসানা বেগম স্বপ্না ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরফুদ্দিন মাহমুদ।