ফেনী সদর উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহিগুনীর রিকশাচালক জিয়াউদ্দিন (৫০) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছেন নগদ ২ হাজার ৫০০ টাকা। ভিডিও কনফারেন্স চলাকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বসে জিয়াউদ্দিনের মোবাইলে টাকা প্রাপ্তির নিশ্চিত বার্তা আসে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জিয়া উদ্দিন বলেন, অন্তত এক মাস চাল-ডালের ব্যবস্থা করে দিয়েছেন।


আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে সারাদেশের সাথে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০ লাখ মানুষের জন্য আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ফেনী হতে যুক্ত হন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী- ৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।


নগদ সহায়তায় একইভাবে সমপরিমান টাকা পেয়েছেন বিরিঞ্চির দিল জাহান বেগম (৫৫) ও ধর্মপুর ইউনিয়নের রোকসানা বেগম (৩০)।


মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ প্রদান কর্মসূচি প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান জানান, ফেনী জেলায় ৫৫ হাজার উপকারভোগী পাবে ১৩ কোটি ৭৫ লাখ টাকা। তিনি জানান, উপকারভোগীর তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে চুড়ান্ত করা হয়েছে। তবে সঠিক মানুষের কাছে প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দিতে তালিকার পুণঃমূল্যায়ন চলছে।


জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলায় ১৯ হাজার, সোনাগাজীতে ১০ হাজার, ছাগলনাইয়ায় ৭ হাজার, দাগনভূঞায় ৮ হাজার, পরশুরাম ৫ হাজার ও ফুলগাজীতে ৬ হাজার পরিবার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ২ হাজার ৫০০ টাকা সরকারি সহায়তা পাবে।


ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আক্রামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন প্রমূখ।