মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় পৃথক অভিযানে ফেনীর ২ ফার্মেসীর জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৮ মে) অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।


তিনি জানান, ফেনী শহরতলীর লালপুরে আসাদ শপিং সেন্টারে অবস্থিত ফরায়েজি মেডিকেল হলে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে লাইসেন্স না থাকায় সেটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।


সোহেল চাকমা জানান, দিনের অপর অভিযানে দাগনভূঞার সিলোনিয়ায় আরও একটি ফার্মেসীর ২ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।