করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে সংক্রমণ রোধে ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে ছুটছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার (২৩ মে) ফেনীর ৩ উপজেলায় ২৫০জন অসহায় পরিবারের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে সেনা সদস্যরা।


ফেনীর দায়িত্বপ্রাপ্ত ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল আসিফ আজমিন জানান, শনিবার ফেনীর পরশুরাম, ফুলগাজী ও সোনাগাজী উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, লবন, সেমাই, চিড়া, আটা, আলু, পেঁয়াজ প্রভৃতি। ক্যাপ্টেন নাজমুজ শাহাদাত, ক্যাপ্টেন রাশেদুল ইসলাম ও লেঃ রাকিব হাসানসহ অন্যান্য সেনাসদস্যরা তিন উপজেলায় আজ ত্রাণ বিতরণ করেছে।


রবিবার আরও ১শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান এ সেনা কর্মকর্তা।


এর আগে গতকাল শুক্রবার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের ভেঙ্গে যাওয়া ঘর ও দোকানপাট মেরামত করে দেয় সেনা কর্মকর্তারা। এদিন ফেনীর ২টি মাদ্রসায় এতিম ও দুস্থ শিক্ষার্থীদের নগদ অনুদানসহ উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করে তারা।