সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে।


আজ রবিবার (২৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত করোনা আক্রান্ত ৪ নার্স সদস্য সুস্থ্য হওয়ায় তাদের ফুল দিয়ে বরণ করে শুভকামনা জানা সিভিল সার্জন।


জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ইতোমধ্যে ফেনী জেনারেল হাসপাতাল, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ও ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল খালেক মামুন বলেন, বুথ স্থাপন হওয়ায় করোনা সন্দেহজনক রোগীদের নমুনা সংগ্রহে সুবিধা হবে। নিরাপত্তা বিবেচনায় এতে রোগী এবং নমুনা সংগ্রহকারী দুজনই উপকৃত হবে।


উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত মোট সংগৃহীত ৭৪টি নমুনার মধ্যে ৬৮টির ফলাফল পাওয়া গেছে । যার মধ্যে হাসপাতালের ৪ সেবিকাসহ ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ জন।


উদ্বোধনকালে উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিত ঘোষ কনক, হাসপাতালে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।