এসএসসি ২০২০ পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় সেরা হয়েছে ফেনী জেলা। কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, বোর্ডে পাশের হার ৮৫ দশমিক ২২ হলেও ফেনীতে শতকরা ৮৮ দশমিক ১৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজ রবিবার (৩১ মে) প্রকাশিত এসএসসির ফলাফলে পাশের হার বিবেচনায় সেরা ফলাফল করেছে ফেনী।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ফেনী জেলার ১৮১ স্কুল হতে ১৪ হাজার ২৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয় ১২ হাজার ৫৫৫জন।

তিনি জানান, বোর্ডে মোট ১০ হাজার ২৪৫জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। ফেনী প্রাপ্ত জিপিএ ৫ সংখ্যা ৮৮২জন।

জেলায় সর্বোচ্চ ১৬৫জন জিপিএ ৫ পেয়েছে ফেনী সরকারি পাইটল হাইস্কুল হতে। প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, তিন বিভাগ হতে ৩৫৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে ১ জন অনুপস্থিতসহ ৪জন ফেল করে। পাশের হার ৯৮ দশমিক ৮৭ শতাংশ।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাথ জানান, ২৯৫জন শিক্ষার্থীর একজন অনুপস্থিত ব্যতিত সবাই কৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে ১৪৫জন শিক্ষার্থী। পাশের হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ।

ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, সকল বিভাগ হতে ৫৯৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯জন অকৃতকার্য হয়, পাশের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৮জন শিক্ষার্থী।

শাহীন একাডেমী স্কুল সূত্র জানায় ৩৯৮জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৮৩জন। পাশের হার ৯৬ দশমিক ২৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৯২জন শিক্ষার্থী।