দুইদিনে অভিযান চালিয়ে ফেনীতে ২১ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। আটকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬ লক্ষ টাকা।

র‌্যাব-৭ জানায়, সোমবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে র‌্যাবের একটি টহল দল অবস্থান করছিল। এসময় তল্লাশী চালিয়ে ময়মনসিংহের কোতয়ালী থানার মোঃ শিমুল (৩৫) ও খাগড়াছড়ি জেলার কয়লা বাজারের মোঃ আলাউদ্দিন (২৮) কে ১৯শ ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপরদিকে, রবিবার (২০ অক্টোবর) গভীর রাতে লালপোলে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ভোলা জেলার বোরহান উদ্দিন থানার কাশিগঞ্জের মোশারফ হোসেনকে ১৯ হাজার ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প। সোমবার (২১ অক্টোবর) সকালে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় দায়ের করা হয়।

র‌্যাব-৭ ফেনীর কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো: নুরুজ্জামান ইয়াবা উদ্ধার ও  তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। জিজ্ঞাসাবাদের জন্য শিমুল ও আলাউদ্দিন র‌্যাবের হেফাজতে আছে বলে জানান তিনি।