ফেনী জেনারেল হাসপাতালে বুধবার (৩ জুন) সকালে করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃত্যুর পর কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি ফেনী সদরের কাজীরবাগের রুহিতিয়ায়।


আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ( ২ জুন) রাত সাড়ে এগারোটার দিকে ৭৮ বয়সী ওই বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ৫ ঘন্টার পর বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।


আরএমও জানান, করোনা উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।


এ নিয়ে গত ৬দিনে ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। গত শনিবার একইদিন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ২ বৃদ্ধের মৃত্যু হয়। তাদের বয়স ৬০-৮০ এর মধ্যে। তাদের বাড়ি ফেনী সদরে। এর পরদিন চল্লিশোর্ধ এক নারী উপসর্গ নিয়ে মারা যান। তার বাড়ি ছাগলনাইয়ায়।