১২ নভেম্বর,২০১৯

।। ফেনী ডেস্ক।।
শুক্রবার (১৫ নভেম্বর) ফেনীতে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হতে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ও কর অঞ্চল কুমিল্লা’র ব্যবস্থাপনায় শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে উক্ত দিন সকাল ১০টায় উদ্বোধন করা হবে।


‘উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দিব’ ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা কর অঞ্চলের কমিশনার এম এম ফজলুল হক, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আইনুল কবির শামীম।


কুমিল্লা কর অঞ্চলের উপ কর কমিশনার এ বি এম কামরুল ইসলাম জানান, কর প্রদানে স্বতঃস্ফুূর্ত অংশগ্রহণের মাধ্যমে রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে।


আগামী ১৮ নভেম্বর সোমবার মেলা সমাপ্ত হবে।